হেই দেশ আমার, আমি হেই দেশের না ——কাজী নীলের মিঞা কবিতা

যে দেশ আমার বাবাকে বিদেশি বানায়
যে দেশ আমার ভাইরে গুলি কইরা মারে
যে দেশে আমার বোন মরে গণধর্ষণে
যে দেশে আমার মা বুকে আগুন চাইপা রাখে
হেই দেশ আমার, আমি হেই দেশের না।

যে দেশে লুঙ্গি পিন্ধার অধিকার নাই
যে দেশে কান্দা শুনার মানুষ নাই
যে দেশে সত্য কইলে ভূতে কিলায়
যে দেশ আমার আজীবন দাসত্ব চায়
হেই দেশ আমার, আমি হেই দেশের না।

যে দেশে টুপি মানেই মৌলবাদী
যে দেশে মিঞা মানে নীচ্চা জাতি
যে দেশে ‘চরুয়ারা’ সব বাংলাদেশি
যে দেশ টাটা বিড়লা আম্বানির হাতে বিক্রি হয়ে যায়
হেই দেশ আমার, আমি হেই দেশের না।

যে দেশে আমগোর লাশের পর লাশ কুপাইয়া কাইট্যা
নদীতে ভাসাইয়া দেয়
যে দেশে ৮৩তে মানুষ মাইরা শালার বেটারা জল্লাদের
মতো উল্লাস নৃত্য নাচে
হেই দেশ আমার, আমি হেই দেশের না।

যে দেশে আমার ভিটা বাড়ি উচ্ছেদ করা হয়
যে দেশে আমার অস্তিত্বকে বাতিল করা হয়
যে দেশ আমাকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র চালায়
যে দেশ আমার থালাতে পান্তার বদলে পাথর ঢালবার চায়
হেই দেশ আমার, আমি হেই দেশের না।

যে দেশে আমি গলা ফাইড়া চিল্লাইলেও কেউ শুনে না
যে দেশে আমার খুনের জন্য কেউ দায়ী না
যে দেশে আমার পুলার কফিন নিয়া রাজনীতি চলে
যে দেশ আমার বোনের ইজ্জত নিয়া ছিনিমিনি খেলে
যে দেশে আমি জানোয়ারের মতো বাঁইচ্যা থাকি
হেই দেশ আমার, আমি হেই দেশের না।।