কব্বর খুইদ্যা আমি আমার
পূর্বজন্মের ফসিল বাইর কইরা আনি
দেহি দুইশ বছরের গোলামিতে
বেহা অইয়া গেছে আমার মেরুদণ্ড
দেহি আমার বুকের ভিতরে মাটির ভিজা গোন্ধ
হাতের মুঠায় নাঙ্গলের ভগ্নাংশ
কব্বর খুইদ্যা আমি
বাইর কইরা আনি আমার অন্ধকার অতীত
দেহি সবেরই এক একটা ভ্রমণের ইতিহাস আছে
মাথা নিইচ্চা কইরা হাইটা যায় নিরন্ন মানুষের মিছিল
সবেরই এক একটা কাহিনী আছে ভাইস্যা যাওয়ার
কব্বর খুদলে আমি একটা ৰক্তাক্ত নদী পাই
দেহি অথাই পানীত ভাসতাছে আমার গুলিবিদ্ধ লাশ
কব্বর খুদলে
আগুন কি না আমি জানিনা
একটা লাল টকটক উত্তেজনা পাই
কব্বর খুইদ্যা আমি নিজেই নিজের লাশ নিয়া
পৌছাইয়া যাই গোরস্থানে
ওরা আমারে শ্বহীদ ঘোষণা করুইক আর না করুইক
এই জমিন বেচা যাওয়ার আগে এই বাতাস ফুরাইয়া যাওয়ার আগে এইসব নদী বিষাক্ত হওয়া্র আগে
একবার অন্ততঃ একবার আমি তুমূল যুদ্ধে বিধস্ত অইবার চাই…।।