চিকিৎসা-সুরক্ষা পোশাক বঞ্চিত চিকিৎসারত কর্তব্যনিষ্ঠ ডাক্তার মইন অবশেষে করোনায় রাষ্ট্রীয় বঞ্চনায় মারা গেলেন

একজন চিকিৎসক যিনি জনসাধারণের চিকিৎসা করেন, মনে হয় চিকিৎসা ব্যবসায়ী নন, তাকে বিনা চিকিৎসায় মরতে হল ১৫ এপ্রিল ২০২০-এ। শোষকরা তাকে পিপিই দেয়নি, আইসিইউ এমবুলেন্স দেয়নি, এটাই হল শোষণমূলক ব্যবস্থা।

কর্তব্যনিষ্ঠ ডাক্তার মইন করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় বঞ্চনায় মারা গেলেন

কর্তব্যনিষ্ঠ ডাক্তার মইন করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় বঞ্চনায় মারা গেলেন

সুনামগঞ্জের সন্তান ডা.মইন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ছিলেন। করোনা-ঝুঁকিপুর্ণ সিলেটে চিকিৎসার কাজ থেকে পালিয়ে যাননি, যেখানে এই শোষণের সমাজে চিকিৎসা এক ব্যাবসার নাম, যেখানে টাকাই এর মাপকাঠিি। ডা. নইমকে চিকিৎসা-সুরক্ষা উপকরণ পিপিই দেয়া হয়নি, তাসত্ত্বেও তিনি চিকিৎসা কর্ম চালিয়ে যান। এমতবস্থায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন গত সপ্তাহে। কিন্তু তাকে সিলেটে আইসিইউ দেয়া হয়নি। তিনি ঢাকায় আসতে আসিইউ এম্বুলেন্স চেয়েও পাননি। রাষ্ট্রীয় বঞ্চনায তিনি কুর্মিটোলা হাসপাতালে করনা-চিকিৎসাধীন মারা গেলেন। প্রগতিশীল জনগণের সাথে আমরাও তীব্রভাবে ক্ষুব্ধ এ ঘটনায়।।