সুলতানের চিত্রকর্ম

আজ বিশিষ্ট বাংলাদেশী চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী। সুলতান জন্ম নিয়েছিলে ১০ই আগষ্ট ১৯২৩ নড়াইল জেলায় এক রাজমিস্ত্রি ও কিষানীর ঘরে। তিনি নিজেও রাজমিস্ত্রির কাজ করেছেন। ১০ অক্টোবর ১৯৯৪ মৃত্যুবরণ করেন।

এস এম সুলতানের আত্মপ্রতিকৃতি

এস এম সুলতানের আত্মপ্রতিকৃতি

সুলতানের চিত্রকর্মে ফুঁটে ওঠে গ্রামাঞ্চল ও কৃষক জনগণের ছবি। সুলতানের কৃষক নারী, পুরুষ ও শিশুরা  শক্তিশালী। কৃষকজনগণের ওপর যুগ যুগের শোষণের ফলে তাদের জীর্ণ শীর্ণ দেহ তিনি মানতে পারেননি, তাই তিনি তাদেরকে চিত্রিত করেছেন যেমন হওয়া উচিত। কৃষক জনগনের জীবন সংগ্রাম ও শ্রেণীসংগ্রামও তার চিত্রে উঠে এসেছে। তাই সুলতান এক মহান শিল্পী হয়ে উঠেছেন। তার চিত্র পাবলো পিকাসো ও সালভাদর ডালির মত বিশ্বের খ্যাতনামা শিল্পীর চিত্রের সাথে স্থান পেয়েছে।

sultan 9 sultan8 sultan7 sultan 6 s m sultan 5 s m sultan 4 s m sultan 3