গদ্দরের কবিতাঃ এক দাস জীবন

৬ই আগষ্ট ২০২৩ তেলেগু বিপ্লবী গণশিল্পী গদ্দর মারা গেছেন। গদ্দর ওরফে গুম্মাদি ভিত্তাল রাও জন্ম

ভারতের বিপ্লবী গণশিল্পী গদ্দর

ভারতের বিপ্লবী গণশিল্পী গদ্দর

নিয়েছিলেন ভারতের হায়দরাবাদ রাজ্যে ১৯৪৯ সালে। তিনি ছিলেন কবি, সঙ্গীত শিল্পী ও একজন সাম্যবাদী। ১৯৮০ দশক থেকে তিনি ছিলেন ভারতের সাম্যবাদী পার্টি (জনযুদ্ধ) গ্রুপের সদস্য, যা পরে অপরাপর মালেমাবাদী গ্রুপের সাথে মিলে ভারতের সাম্যবাদী পার্টি (মাওবাদী) গঠন করেছিল। গদ্দর তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ব্রাহ্মন্যবাদের বিরুদ্ধে মৃত্যুর পূর্ব পর্যন্ত সক্রিয় ছিলেন। তার অজস্র গান ও কবিতা ভারতের সর্বহারা বিপ্লবী আন্দোলনে প্রবল প্রেরণা দিয়েছে। এজন্য তিনি শোষক ভারত রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে সেই গুলি মৃত্যু পর্যন্ত বহন করেছেন। গদ্দর যা সৃষ্টি করেছেন তা রয়ে যাবে আর বিপ্লবী ও প্রগতিশীলদের প্রেরণা যুগিয়ে যাবে নিঃসন্দেহে।

‘এক দাস জীবন’ কবিতাটি গদ্দরের ‘আমার জীবন এক সঙ্গীত’ থেকে নেয়া। মূল তেলেগু থেকে ইংরেজী ভাষান্তর করেছে বসন্ত কান্নাবিরান। উক্ত ইংরেজী থেকে আমরা বাংলায় ভাষান্তরিত করেছি। তেলেগু ভাষায় আন্না শব্দের অর্থ ভাই। মালান্না মানে মালা ভাই।

 

এক দাস জীবন

 

আমি তোমার দাস

প্রভু, আমি তোমার দাস।

আর কতদিন এই রকম জীবন যাপন করবে মালান্না?

কেন পালটা আঘাত করনা মাডিগান্না?
সিংহের মত জেগে ওঠো মালান্না!

প্রকাশ্য দিবালোকে তারা যখন

তোমার লোকেদের পাখির মত গুলি করে মারে

তখন তাদের পালটা আঘাত কর

বিস্ফোরিত হও

তাদের ভক্ষন কর

 

কেন ক্রন্দন কর মালান্না?

তরবারির মত জগে ওঠো মাডিগান্না!

 

যখন তারা তোমার কুটির ঘিরে ফেলে

তোমার হৃদপিন্ডে গুলি করে

আবাল বৃদ্ধ বনিতাকে টেনে হিচড়ে পিষে ফেলে

কেটে টুকরো টুকরো করে

তখন ক্রন্দন কর কেন মাডিগান্না?

বর্শার মত জেগে ওঠো মালান্না!।।