আবরার ফাহাদ খুন হলেন

আবরার ফাহাদ খুন হলেন। মেধাবী ছাত্র প্রকৌশল শাস্ত্রের। ফেবুতে লিখে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ-ভারত ৫ অক্টোবর ২০১৯ চুক্তির। দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়াটা আর দশজনের মতই তার ভাল লাগেনি। ছাত্রলীগের গুন্ডাবাহিনী তাকে ৭ অক্টোবর ২০১৯ রাতে টর্চার সেলে নির্যাতন চালাতে চালাতে খুন করে। ছাত্রতরুন জনসাধারন বিক্ষুব্ধ। কেন

আবরার ফাহাদ

আবরার ফাহাদ

তাকে নিপীড়করা খুন করল? এদেশের নদী থেকে ভারত পানি নেবে কিন্তু বাংলাদেশকে দেবেনা-দেয়না। তিস্তার পানির হিস্সা বাংলাদেশ পায়নি। ফারাককার বানের জলে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েেছে। এটা মেনে নেয়া যায়না। দেশের মানুষকে গ্য়াস না দিয়ে ভারতে রপতানি মেনে নেয়া যায়না। যৌথ নজরদারির নামে বঙগসাগরে একতরফা নজরদারি মেনে নেয়া যায়না। ভারতের ভেতর বাংলাদেশের লোক ঢুকলে গুলি করে মারে, ভিসার হয়রানি করে ক্ষতি করে, ভুটান নেপালের ট্রানজিট দেয়না সেখানে এদেশের ভেতর ভারতের নিঃশর্ত ট্রানজিট মেনে নেয়া যায়না। বন্দর নিয়েও একই কথা। জনগনের প্রতিক্রিয়া সিরিয়াস হবে এটাই স্বাভাবিক। ভারত সম্প্রসারন দালাল ছালীগ গুন্ডারা এটা জানে। তাই নিপীড়ন চালিয়ে ভীত করতে চায়। আর ওরা যা চায় তার বিপরীতটাই হয়।।