ভাতের স্বাধীনতার দাবীর কথা প্রকাশ করায় সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে অপহরণ করেছে সিআইডি পুলিশ

প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা দিবস ২৬ মার্চ ২০২৩ তারিখে উক্ত পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করেন যেখানে সাভারের স্মৃতিসৌধে ফুল নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরকে উদ্ধৃত করা হয়েছে যেখানে সে বলছেঃ “পেটে ভাত না ফুটলে স্বাধীনতা দিয়া কি করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।” এই রিপোর্ট লেখার কারণে সাংবাদিক শামসুজ্জামানকে জাহাঙ্গীরনগরস্থ তার বাসা থেকে আজ ২৯ মার্চ ২০২৩ ভোর চারটায় সিআইডি পুলিশের লোকেরা অপহরণ করে নিয়ে যায়।

এটা ঐ কিশোরের বক্তব্যই হোক আর সাংবাদিকের বক্তব্যই হোক, কথাটা কি ভুল ছিল?

অবশ্যই না। একথা সকল জনগণের কথা। বিদেশে টাকা পাচারকারীদের কথা অবশ্য তা না। আর তাই তাদের সরকার ক্ষেপেছে। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বলা হচ্ছে। সেটা বিশ্ব পুঁজিবাদের সাধারণ সংকট। এর সাথে বিদেশে টাকা পাচারকে কিভাবে মেলানো যায়? এই কয়েকদিন আগে একটি ব্যাংকের মালিক এক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়ে গেছে। বেশিরভাগ মানুষ চরম দরিদ্র অবস্থায় দিনাতিপাত করছেন। তাদের ভাত-মাছ-মাংসের স্বাধীনতা না থাকলে বুর্শোয়াদের স্বাধীনতার মানে তাদের কাছে কি আছে? এই তথাকথিত স্বাধীনতা শ্রমিক কৃষক মধ্যশ্রেণীর নয়। এটা একটা উপনিবেশ, যার রাষ্ট্রব্যবস্থা নিয়ন্ত্রণ করছে দালাল বুর্শোয়ারা। এর কোন অর্থই জনগণের কাছে নেই। জনগণের প্রকৃত স্বাধীনতা রয়েছে জনগণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদে। সেখানে জনগণের মৌলিক অধিকার রক্ষিত হয়। এই লক্ষ্যেই জনগণকে সংগ্রাম করে যেতে হবে। আজকে এই ফ্যাসিবাদী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে যারা মানুষের ভাতের মৌলিক অধিকারের কথা প্রকাশও করতে দিচ্ছেনা। যাকে খুশি যখন তখন তারা খুন জখম ও গ্রেফতার করছে। তাদের নিজেদের আইনের তোয়াক্কাও তারা করছেনা। ফ্যাসিবাদের পতন অবশ্যম্ভাবী। জনগণের বিজয় অনিবার্য।।