বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাড়ে তিন হাজারের বেশি দোকান

৪ এপ্রিল ২০২৩ ভোড় ছয়টা দশ মিনিটে ঢাকার বঙ্গ বাজার মার্কেটে আগুন লাগে। প্রায় ছয় ঘন্টায় এ আগুণ নেভানো হয়। ইতিমধ্যে পুড়ে গেছে বেশ কয়টি মার্কেটের সাড়ে তিন হাজারের বেশি দোকান। হাজার কোটি টাকারও বেশি মূল্যের পোশাক, কাপড় ও অন্যান্য মালামাল ধ্বংস হয়েছে। হাজার হাজার দোকানদারসহ এর সাথে সম্পর্কিত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বঙ্গবাজার মার্কেট গরীব ও নিম্ন

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাড়ে তিন হাজারের বেশি দোকান

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাড়ে তিন হাজারের বেশি দোকান

মধ্য শ্রেণীর মার্কেট হিসেবে পরিচিত। এখানে যারা ব্যবসা করেন তারা যেমন নিম্নবিত্ত, এখানকার ক্রেতারাও তেমন বেশিরভাগই গরীব। আবার এই মার্কেট পাইকারী হওয়ায় সারা দেশে এখান থেকে মাল যায়।

কেন এই ভয়াবহ অবস্থা যা লক্ষ লক্ষ মানুষকে প্রায় পথে বসিয়ে দিল?

দালাল বুর্শোয়া শ্রেণী কি এই সব মার্কেট ভেঙে শপিং মল বানাতে চায়? সেখানে কি এইসব লোকদের ঠাঁই হত? এখন কি আর এরা এখানে স্থান পাবে?

বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবন এমনই ভাগ্যহত। তাদের সবকিছু ভেঙে যায়, পুড়ে যায়, গড়ে উঠে অন্য কারো। যাদের গড়ে উঠে তারা হচ্ছে তথাকথিত উন্নয়নকারী। তারা এই শহরগুলিকে বানিয়েছে আগুনের মত তপ্ত। যেখানে যখন তখন আগুন লাগতে পারে, বিস্ফোড়ণ ঘটতে পারে। এমন ঘটনা নিয়মিত ঘটে চলেছে। তথাকথিত উন্নয়নকারীরা হচ্ছে টাকা পাচারকারী। তারা একদিকে দেশের কত উন্নতি হয়েছে ক্রমাগতভাবে এই প্রচার চালিয়েছে, অন্যদিকে অব্যাহতভাবে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এদের অধীনে জনগণ নিরাপদ নয়।।