শামসুর রাহমানের কবিতাঃ আসাদের শার্ট

কবি শামসুর রাহমান

কবি শামসুর রাহমান

বাংলা সাহিত্যের শক্তিমান কবি শামসুর রাহমান ১৯২৯ খৃষ্টাব্দের ২৩শে অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন। ১৯৩০ দশকের পাঁচ কবিঃ অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে ও সুধীন্দ্রনাথ দত্ত রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এই পাঁচ কবির পরে শামসুর রাহমানকেই বাংলা সাহিত্যের প্রধান কবি মনে করা হয়। তাঁর কবিতার গতিশীলতা ও  সমসাময়িক অনুষঙ্গের সঠিক প্রয়োগই তাকে এই মর্যাদা প্রদান করেছে। তাকে বলা হয় সার্থক নাগরিক কবি। তিনি নাগরিক জীবনের যন্ত্রণা তার কবিতায় প্রতিফলিত করেছেন। স্বাধীনতা, বাঙালিত্ব, প্রগতিশীলতা তিনি ভালবাসেছেন, তাই তার কবিতায় প্রগতিশীল বাস্তবতার প্রতিফলন দেখতে পাওয়া যায়।  শামসুর রাহমান ১৭ আগষ্ট ২০০৬ খৃষ্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।।

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায় ।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ।

ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- শেভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায় ।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা ।