কমরেড সরোজ দত্তের ৫২তম শাহাদাত বার্ষিকী

শহীদ কমরেড সরোজ দত্ত

শহীদ কমরেড সরোজ দত্ত

আজ কমরেড সরোজ দত্তের ৫২তম শাহাদাত বার্ষিকী। কমরেড সরোজ দত্ত জন্ম নিয়েছিলেন বাংলাদেশের যশোর জেলায় ১৯১৪ সালের ১৩ই মার্চ। অসাধারণ প্রতিভাসম্পন্ন সরোজ দত্ত তার প্রতিভা শিল্পসাহিত্যে শুধু কাজে লাগাননি, সাম্যবাদী রাজনীতিতে অংশ নিয়ে ভারতের প্রতিটি বিদ্রোহী ক্ষণে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এভাবেই তিনি হয়েছিলেন কমরেড চারু মজুমদারের সবচেয়ে ঘনিষ্ঠ এক কমরেড। তাদের বিপ্লবের অগ্নিশিখা উদ্দীপিত করেছিল ভারতবর্ষের নবীন প্রাণকে। যে শোষণমূলক সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারা তাকে খুন করেছিল ১৯৭১ সালের ৫ আগষ্ট। এটা করে তারা বিপ্লবকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু ধ্বংস হবে কেবল তাদেরই। যারা জনগনকে শোষণের শৃংখলে বেধে রেখেছে। আর বিপ্লবীদের মৃত্যু নেই। কমরেড সরোজ দত্ত অমর রহেন!