মহান কমরেড চারু মজুমদারের.৫১তম শাহাদাত বার্ষিকী

২৮শে জুলাই, ২০২৩ মহান কমরেড চারু মজুমদারের.৫১তম শাহাদাত বার্ষিকী। এই দিন ভারতের শোষক

শহীদ কমরেড চারু মজুমদার

শহীদ কমরেড চারু মজুমদার

প্রতিক্রিয়াশীল রাষ্ট্রযন্ত্র জেলের ভেতর তাকে খুন করেছিল। তিনি ছিলেন ভারতের জনগণের মুক্তির অগ্রদূত। তিনি ভারতের মাটিতে বিপ্লবের অগ্নিশিখা প্রজ্বলিত করেন। শত শত বছরের শৃংখল ভেঙে ফেলেন। ভারতের সাম্যবাদী আন্দোলনে বিদ্যমান সংশোধনবাদী মতধারাগুলিকে চূর্ণ করেন। মার্কসবাদ-লেনিনবাদ-মাও সেতুঙ চিন্তাধারাকে সর্বহারার মতবাদ হিসেবে হাতে তুলে নেন, গণযুদ্ধের সূচনা ঘটান, গ্রাম দিয়ে শহর ঘেরাও তত্ত্বকে ভারতের বাস্তবতায় নির্দিষ্ট করেন, শ্রেণীমুক্তির কর্মসূচি হিসেবে কৃষি বিপ্লবকে নির্দিষ্ট করেন, অনিয়মিত গেরিলা দল গঠনের মাধ্যমে গেরিলা বাহিনী বিকশিত করার পথ তুলে ধরেন, মহান নেতৃত্বের ভূমিকা ব্যক্ত করেন। এটাই চারু মজুমদারের শিক্ষা। এটা স্রেফ লাইন নয়, তার বেশি কিছু। চারু মজুমদারের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সরোজ দত্ত, সুশীতল রায় চৌধুরীসহ অনেক কমরেড। এই সিএম শিক্ষার পাশাপাশি কানাই চ্যাটার্জী ও অমূল্য সেনের শিক্ষাও বিকশিত হয়েছিল যা ছিল একই ধারার। তারা ছিলেন আত্মত্যাগের সুমহান প্রতীক।