ডাকসু ভিপি নুর ও সহযোগীদের ওপর ছাত্রলীগ ও বশংবদের পুনপুন হামলা। সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য গঠিত।।

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসু ভিপি নুর ও সহযোগীরা ১৭ ডিসেমবর ২০১৯ ভারতের  নিবর্তন বৈষম্যমূলক নাগরিকপঞ্জীর বিরোধিতা করে সমাবেশ করতে গেলে সরকারী সন্ত্রাসী ছাত্রলীগ ও বশংবদ তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা তাদের ওপর হামলা করে। আলীগের মুক্তিযুদ্ধ মানে ভারত সম্প্রসারণের দালালী করা। ভা্রতের সাথে দালালী চুক্তির বিরোধিতা করে ফেবু পোস্ট দেয়ায় আবরারকে খুন করেছিল ছালীগের সন্ত্রাসীরা

ডাকসুর ভিপি নুর

ডাকসুর ভিপি নুর

কিছুদিন আগে। নুর সরকারী চাকরীতে তথাকথিত মুক্তিযোদ্ধা কোটা নামে থাকা কোটার বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তারপর তিনি অনেকবার সরকারী সন্ত্রাসীদর আক্রমণের  শিকার হন। সর্বশেষ ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সহযোগীদের নিয়ে মিটিংরত অবস্থায় ছালীগ-মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের হামলার শিকার হলেন। ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রগতিশীল ছাত্রছাত্রী-জনতার ওপর ধারাবাহিক খুন-ধর্ষন-জখম চালিয়ে আসছে। এদিকে এর প্রতিক্রিয়ায় ২৭  ডিসেমবর ২০১৯ ঢাবিতে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য গঠিত হয়েছে। অপর সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে এতে নেয়া হয়নি। সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য প্রক্টরের অপসারণ ও সন্ত্রাসীদের বিচার দাবী করে। আমরা এর গঠনকে আমরা স্বাগত জানাই।।