সিরাজ সিকদার রচনাঃ দুর্গ গঠকরা নিম্নলিখিত কাজ করে

 

সিরাজ সিকদার

সিরাজ সিকদার

 


পূর্ববাংলার সর্বহারা পার্টি কর্তৃক রচনা ও প্রকাশ ১৯৭২

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ২৪ জুলাই ২০১৪


পিডিএফ

১। এমন লোক নিয়োগ করা যারা পুতুল হবে।

২। নিজেকে জনপ্রিয় করা (আত্মপ্রচারবাদ) আমি এই, আমি সেই।

৩। নিজের আত্মীয়-স্বজন, পরিচিত লোকদের, তল্পিবাহকদের মধ্য থেকে রিক্রুট করা।

৪। পিঠে হাতে বুলানো, সমালোচনা না করা, উদারতাবাদ করা।

৫। খারাপ লোকদের রিক্রুট করা।

৬। স্বতন্ত্রতা, স্বাধীনতা দাবী করা।

৭। আমার এলাকায় ভাল কাজ হয়েছে ইহা প্রচার করা।

৮। উচ্চস্তরের সাথে নিজের পরিচালনাধীন কর্মীদের যোগাযোগ যাতে কম হয় সে ব্যবস্থা গ্রহণ করা।

৯। জিনিসপত্র বেশী নিতে চায় বিশেষ করে অস্ত্র, অর্থ।

১০। পার্টি ও নেতৃত্বকে জনপ্রিয় করার পরিবর্তে নিজেকে জনপ্রিয় করা।

১১। অল্প সল্প করে নেতৃত্ব বিরোধী কুৎসা, অপবাদ, গুজব রটায় এবং জনমত সৃষ্টি করে।

১২। নেতৃত্বের বিরুদ্ধে বিরক্তি, অনুযোগ প্রথমে প্রকাশ পায়।

১৩। নিজের এলাকা এবং নিজের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়।

১৪। পার্টির রাজনৈতিক লাইন যথাযথভাবে প্রচার করে না।

১৫। পার্টির দলিল বিতরণ না করা।

১৬। নিজে ও নিজের তৈরী সার্বক্ষণিক কর্মী বদলীর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করা।

১৭। নিজেকে উচ্চস্তর হিসেবে (কেন্দ্রীয় কমিটি) জাহির করা। এবং কেউকেটা মনে করলে তা না ভাঙ্গানো।

১৮। নিজে যে দুর্গ গঠক নয় এটা প্রমাণ করার জন্য অভিনয় করা, উচ্চস্তরকে তোষামোদ করা।

○ এ বিষয়ে উচ্চস্তরকে রিপোর্ট করতে নিষেধ করা।

○ গোপনে বৈঠক দেয়।

○ কর্মীদের মাঝে ব্যক্তিতাবাদ দেখা দেয়।