সিপিএমএলএম বাংলাদেশ-এর বিবৃতি। ১ মে ২০১৩। স্মৃতিতে রাখো রানা প্লাজা গার্মেন্টস গণহত্যা। শ্রেণীসংগ্রামকে কখনো ভুলোনা!

সিপিএমএলএম বাংলাদেশ-এর বিবৃতি

১ মে ২০১৩

স্মৃতিতে রাখো

রানা প্লাজা গার্মেন্টস গণহত্যা

শ্রেণীসংগ্রামকে কখনো ভুলোনা!

Rana Plaza rescue

সমগ্র জাতি-জনগণ বাকরুদ্ধ। এ ব্যথা জানাবার ভাষা নেই।

শত সহস্র আমাদের শ্রেণী ভাই বোন চাপা পড়েছে ২১ শতকের ক্ষয়িষ্ণু পুঁজিবাদের মুনাফা ও লোভের কয়েদখানা গার্মেন্টস কারখানার ভেঙে যাওয়া বহুতল ভবনের নীচে। কত সহস্র শ্রমিক নিহত হয়েছেন, কত সহস্র পঙ্গু হয়েছেন আর কত সহস্র জন মালিক, সরকারী কর্তৃপক্ষ ও হাসপাতালের মাধ্যমে গুম হয়েছেন তা কেউ জানেনা।

এটা সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম গণহত্যা।

শ্রেণীশত্রুর শোষণে নিঃস হয়ে এক টুকরো রুটির জন্য সর্বহারা জনগোষ্ঠী গ্রাম থেকে শহরে এসে হয় ক্ষয়িষ্ণু পুঁজিবাদের মুনাফার বলি।

ক্ষমতার লোভে সরকারী-বেসরকারী মোল্লা-আধা মোল্লাতান্ত্রিক নারী বিরোধী শ্রমিক বিরোধী  বদমাইসি রাজনীতির নোংরামি দিয়ে বুর্জোয়া ও সামন্তরা যখন বিষিয়ে তুলেছে দেশের পরিবেশ, তখন ভবন মালিক ও গার্মেন্ট মালিকেরা ভাঙনরত ভবনের ভেতর জোর করে শ্রমিকদের কাজ করতে ঢুকিয়েছে যাতে  বিদেশী প্রভুদের শিপমেন্ট বাতিল না হয়।

এই ভয়াবহ গণহত্যাকে স্মৃতিতে রাখুন।

আর নয় শোষণের বলি হওয়া।

আসুন আমরা উঠে দাঁড়াই।

আসুন শৃঙ্খল ভেঙে ফেলি।

শহীদ কমরেড সিরাজ সিকদার শিক্ষা দিয়েছেন যে আমাদের সাম্যবাদের মতাদর্শ হাতে তুলে নিতে হবে আর শোষক শ্রেণীর বিরুদ্ধে গণযুদ্ধ গড়ে তুলতে হবে।

এই কথাটা কখনো ভুলোনা। যুদ্ধ ছাড়া আমরা অসহায়।

শ্রেণীসংগ্রামকে কখনো ভুলোনা!

 

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী