গোপালগঞ্জে পুলিশ কর্তৃক কৃষক নিখিলকে নির্যাতন চালিয়ে হত্যা

গত ২ জুন ২০২০ গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল গ্রামে নিখিল ও তার সঙ্গীরা রাস্তার পাশে সময় কাটানোর জন্য তাস খেলছিল। হঠাৎ এসআই শামিমের নেতৃত্বে পুলিশ এসে হানা দেয়। সবাই পালিয়ে গেলেও নিখিল পালাতে পারেনা। তারপর শামিমের নেতৃত্বে পুলিশ নিখিলকে মেরে মেরুদণ্ড

কৃষক নিখিলকে পুলিশ মেরুদণ্ড ভেঙ্গে হত্যা করে

কৃষক নিখিলকে পুলিশ মেরুদণ্ড ভেঙ্গে হত্যা করে

ভেঙ্গে হত্যা করে। নিখিলের পরিবারকে এলাকার প্রতিক্রিয়াশীল নেতারা ভয় দেখায়, টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে। এ ঘটনার সংবাদ দেশে বিদেশে ছড়িয়ে পড়লে আর জনগণ সোচ্চার হলে নিখিলের পরিবার অভিযোগ দায়ের করে। কিন্তু প্রতিক্রিয়াশীল সরকার আন্তরিকতা দেখায়না। তারা পুলিশের বিচার করতে চায়না। আমেরিকার মতই বাংলাদেশের পুলিশ শোষক কর্তৃক শোষিতের উপর নিপীড়ণের যন্ত্র। তারা যখন তখন যে কোন মানুষকে খুন-জখম ও ক্রসফায়া্রে হত্যা করতে পারে ও করে। আমরা জনগণের প্রতি শোষকদের প্রতিরোধ করার আহ্বান জানাই। অত্যাচারের যন্ত্রকে ধ্বংস করুন।।