জহিরুল ইসলামের মিঞা কবিতাঃ ফালানী

ফালানী

-কবি জহিরুল ইসলাম

আসামের কোটি বাঙালীর শান্তি কেড়ে নিয়েছে যে অখম ফ্যাসিবাদী আর দিল্লীর ধর্মবাদীরা তার কোন ক্ষমা হয়না। কবি চমতকার বলেছেনঃ “দাঁড়ি আর টুপি্র মইধ্যে
গামছা আর পৈতার মইধ্যে
এনআরসি পোকা থুকথুক করতেছে।” “মানুষকে যারা মানুষ বইল্যা গণ্য করেনা
তাগো্র একদিন বিচার কইরব
তোমার মত হাজার মায়ের সন্তানে।” “ইতিহাসে কেউকেই মাফ করেনাই
আর কোনদিন কইরবওনা।।”

কবি জহিরুল ইসলাম

কবি জহিরুল ইসলাম

 

ফালানী, ও ফালানী
তুমি ঘুমাও
মেলা রাইত হইছে।

তুমি খালি বিছানায় উসখুস কর
পোলা মাইয়া চৈতন হয়।
পাগলের মত হইছ
এত চিন্তা কইরা হাল কি হইছে
দেখছ কি

হ তুমি তো কইবারি পারঃ
এত চিন্তা মাথায় নিয়া
কার ঘুম আইসে কওছে

রতন আর ফজিলার অবস্থা
কথা নাই বার্তা নাই
রাইতে আইসে উঠাইয়া নিল।

ওরা কি মানুষ না পাষণ্ড
গুদা গুদা ছেরাছেরীগো কান্দন
যাগোর হইতে দেখলাম
আর তারাই বলে বিদেশী!

তিন চারটা বছর থেইকা
খাইয়া না খাইয়া
আরামকে হারাম কইরা
গরু ছাগল বেইচ্যা
এনআরসির লাইগ্যা (নাগরিকপঞ্জী)
মানুষের হাল বেহালঃ
সাপ্তায় সাপ্তায় হেয়ারিং,
এহন আবার কী হুনি রংমালার বাপ
হাছাই না?
পূবপাড়ার জহির আর উত্তম কইল
এনআরসি থেইক্যা বলে লাখ লাখ মাইনষ্যাক
বাদ দিব
দাঁড়ি আর টুপি্র মইধ্যে
গামছা আর পৈতার মইধ্যে
এনআরসি পোকা থুকথুক করতেছে।

ফালানী, এই নিয়া কী চিন্তা কর হ্যাঁ
চিন্তা কইরনা, বিচার আছে
সবেরই বিচার হইবঃ
মানুষকে যারা মানুষ বইল্যা গণ্য করেনা
তাগো্র একদিন বিচার কইরব
তোমার মত হাজার মায়ের সন্তানে, দেইহ
শুদু কষ্ট কইরা লেখাপড়া করাও।
ইতিহাসে কেউকেই মাফ করেনাই
আর কোনদিন কইরবওনা।।