নীলিম বসুর কবিতাঃ আদালত অবমাননার ইস্তেহার

-আদালত অবমাননার ইস্তেহার-

নীলিম বসু

 

স্বাধীনত-গণতন্ত্র বল কোথায় উলঙ্গ রাজা,

আসল সত্য চিনিয়ে দেয় ছত্রধরের সাজা,

যাদের ORDER তাদেরই LAW

আদালত দেয় জানিয়ে,

গণতন্ত্র শাষকের দাশ,

শাষিতেরা নেবে মানিয়ে,

আদালত অবমাননাই তাই শাষিতের পথ খোঁজা,

সারজম গিরৌয়ের ডাক পাঠাক ছত্রধরের সাজ;

 

কটা অপরাধ প্রমাণ করলে

কিসের শাস্তি কি কি?

শুড়ির স্বাক্ষী মাতাল বিচারে

ন্যায় কথাটাই মেকি,

ন্যায়যুদ্ধেরই জবাব দিতে আজ আবার ধামসা বাজা,

বদলা নেওয়ারই আওয়াজ ওঠাক ছত্রধরের সাজা;

 

কেমন আছিস জন্মভূমি

মিথ্যা বাঁচা মরায়,

লালগড় থেকে সারেন্ডাতে

 

আছিস কোন অপেক্ষায়?

কোন অজুহাত আঁকড়ে এখন রাজভক্ত সাজা?

রাজদ্রোহের ইস্তেহার লিখুক ছত্রধরের সাজা;