সিরাজ সিকদার রচনাঃ আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অতিশয় গুরুত্বপূর্ণ কতিপয় পয়েন্ট

সিরাজ সিকদার

সিরাজ সিকদার

 


পূর্ববাংলার সর্বহারা পার্টির নেতৃত্বাধীন পূর্ববাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী কর্তৃক রচনা ও প্রকাশ ফেব্রুয়ারি ১৯৭৪

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ২৬ ডিসেম্বর ২০১৪


পিডিএফ

সম্প্রতি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অসাবধানতার জন্য একজন ভাল কমরেড দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ কারণে অস্ত্র সংক্রান্ত নিয়মবিধি রচনা অপরিহার্য হয়ে পড়েছে।

নিয়মবিধি নিম্নরূপঃ

১। কোন আগ্নেয়াস্ত্র কোন কমরেড/গেরিলা/জনগণের দিকে তাক না করা, ট্রিগার না টেপা।

২। অস্ত্র হস্তান্তরের সময় নল যেন কোন কমরেড/গেরিলা/জনগণের দিকে না থাকে।

৩। যুদ্ধরত অবস্থা ছাড়া চেম্বারে গুলি না রাখা।

৪। যুদ্ধ শেষে চেম্বার খালি করা।

৫। যুদ্ধরত অবস্থা ব্যতীত সেফটিকেস ডাউন রাখা।

৬। বেয়নেট প্রাকটিস/এরূপ সময় যখন অস্ত্র নিয়ে মুখোমুখি অনুশীলন করতে হয় তখন চেম্বার খালি কিনা তা চেক করা, ম্যাগাজিন খুলে রাখা।

৭। বিস্ফোরণ ঘটতে পারে এরূপ দ্রব্যাদি নিরাপদ দূরত্বে/স্থানে রাখা।

৮। অপ্রয়োজনীয় ভাবে একটি গুলিও নষ্ট না করা।

৯। অস্ত্র নিয়মিত পরিস্কার রাখা।

১০। প্রাণের বিনিময়েও অস্ত্র রক্ষা করা।

গেরিলারা উপরোক্ত নিয়মবিধি পালন করছে কিনা তা কমান্ডার ভালভাবে চেক করবে।

প্রতি গেরিলা, কমান্ডার এ সার্কুলারের পয়েন্টসমূহ অভ্যাসে পরিণত করবে।

সর্বোচ্চ পরিচালকমণ্ডলী,

পূর্ববাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী □