সিরাজ সিকদার রচনাঃ পার্টির অভ্যন্তরে শাস্তি প্রদান সম্পর্কে সার্কুলার

সিরাজ সিকদার

সিরাজ সিকদার


পূর্ববাংলার সর্বহারা পার্টি কর্তৃক রচনা ও প্রকাশ দ্বিতীয় সপ্তাহ, আগস্ট ১৯৭৩

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ২৩ নভেম্বর ২০১৪


পিডিএফ

নিম্নলিখিত অপরাধসমূহের যে কোন একটি প্রমাণিত হলে অপরাধীকে চরম শাস্তি প্রদান করা যাবে। এ ধারা সাব সেকটর কমান্ডারগণ কার্যকরী করতে পারবেন নিম্নভাবেঃ

▬ অপরাধ সংক্রান্ত অনুসন্ধান, সাক্ষ্য গ্রহণ, প্রমাণ।

▬ সম্ভব হলে উচ্চস্তরের অনুমতি নেয়া।

▬ যে ক্ষেত্রে হাতছাড়া হতে পারে সেই ক্ষেত্রে উচ্চস্তরের অনুমতির প্রয়োজন নেই, তবে এ বিষয়ে অবশ্যই যথাশীঘ্র সম্ভব উচ্চস্তরের অনুমোদন নিতে হবে।

▬ যদি অপরাধী না পালিয়ে আমাদের হেফাজতে থাকতে রাজী হয়ে উচ্চস্তরের নিকট আপীল করে (পালিয়ে গেলে গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে এইরূপ অপরাধী, হেফাজতে রাখার মতো বাস্তব অবস্থা না থাকলে এ ধারা প্রযোজ্য নয়), তবে চরম শাস্তি না দিয়ে উচ্চস্তরের নিকট বিষয়টি পাঠাতে হবে (অপরাধীকে নিরাপদ হেফাজতে রেখে), এ ক্ষেত্রে উচ্চস্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অপরাধসমূহঃ

১। পার্টির অর্থ ও মূল্যবান দ্রব্য আত্মসাৎ।

২। পার্টির অস্ত্র নিয়ে ডাকাতি করা।

৩। নারী ধর্ষণ ও অপহরণ।

৪। পার্টির অস্ত্র আত্মসাৎ।

৫। শত্রুর চর হয়ে কাজ করা এবং বিশ্বাসঘাতকতা করা।

৬। ধরিয়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে খতম করা বা করানো।

৭। চক্রের অপরাধসমূহ