সিপিএমএলএমঃ মাওবাদী গণনেতা ও সিরাজ সিকদার চিন্তাধারার অনুসারী কমরেড আব্দুল মতিন মারা গেছেন

সিপিএমএলএমঃ মাওবাদী গণনেতা ও সিরাজ সিকদার চিন্তাধারার অনুসারী কমরেড আব্দুল মতিন মারা গেছেন

Motinphoto

মাওবাদী গণনেতা এবং সিরাজ সিকদার চিন্তাধারার অনুসারী কমরেড মোহাম্মদ আব্দুল মতিন মারা গেছেন। ২৯ সেপ্টেম্বর ২০১৩ রাত ১টার দিকে তিনি ময়মনসিংহ শহরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।

তিনি ছিলেন বিপ্লবী শ্রমিক আন্দোলন দ্বিতীয় জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা এবং সিপিএমএলএম-এর গণ কাজে গুরুত্বপূর্ণ সহযোগী।

৭২-৭৫ সময়কালে তিনি কিশোর বয়সে পূর্ববাংলার সর্বহারা পার্টির কর্মসূচিতে একাত্ম হয়েছিলেন। ৭৫ সালে তিনি রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গ্রেফতার হন। দীর্ঘ আট বছর জেলে থাকার পর ১৯৮৩ সালে জেল থেকে মুক্তি পান। ৯০ দশকের শুরুতে তিনি মাওবাদী গণসংগঠন বিপ্লবী শ্রমিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। তার নেতৃত্বে ময়মনসিংহের শহরতলীতে বিভিন্ন গ্রামে ভূমিহীন কৃষকদের জমি দখলের সংগ্রাম সফল হয়েছিল। ৯০ দশকে মাওবাদী পার্টি ও গণসংগঠনসমূহে সংশোধনবাদী লাইন আধিপত্য অর্জন করলে তিনি তার বিরুদ্ধে আমৃত্যু অবিচল সংগ্রাম চালান। সিপিএমএলএম গঠনের প্রস্তুতি পর্বে তিনি আমাদের সাথে সিরাজ সিকদার চিন্তাধারার ব্যানার তুলে ধরেন আর ওই সকল গ্রামে পুন গণভিত্তি অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। শ্রমিক ও ভূমিহীন কৃষকদের মাঝে নেতা হিসেবে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। তার বিনয় ও সহজ সরল জীবন যাপন এবং সংগ্রামী মনোভাব সবাইকে মুগ্ধ করত, বিশেষত ছাত্র-তরুণ-যুবরা একটি আদর্শ খুঁজে পেত।  প্রবীণরাও তাকে যথেষ্ট সম্মান করত। তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। বলা ভাল তিনি ছিলেন বাংলাদেশের দরিদ্রতম ব্যক্তি। আর সবই একটা আদর্শের জন্য। বামপন্থী নেতা কর্মীদের কাছে তিনি ছিলেন একজন গ্রহণযোগ্য নেতা। ময়মনসিংহ শহরে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। তিনি নিয়মিত লেখালেখি করতেন। তিনি “স্বপ্নহীনদের স্বপ্ন বাঁচাও” শীর্ষক একটি কবিতা গ্রন্থও রচনা করেছিলেন। দীর্ঘকাল রোগভোগ করেছিলেন তিনি। তাঁর চিকিতসার ব্যায়ভার আমাদের পার্টি কিছুকাল বহন করলেও ভয়ানক অর্থ সংকটের কারণে আমরা তা অব্যাহত রাখতে পারিনি। পারলে হয়তো তাঁকে এ অকালমৃত্যু বরণ করতে হতনা।

তাঁর মৃত্যুতে আমাদের পার্টির গণকাজের বিরাট ক্ষতি হয়ে গেল।

কমরেড মতিনের স্মৃতির প্রতি আমরা জানাই লাল সালাম!

 কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ

২৯ সেপ্টেম্বর ২০১৩