সিরাজ সিকদার রচনাঃ নিরাপত্তা সংক্রান্ত

সিরাজ সিকদার

সিরাজ সিকদার

 


পূর্ববাংলার সর্বহারা পার্টি কর্তৃক কমরেড সিরাজ সিকদারের নির্বাচিত সাংগঠনিক রচনাবলীর সংকলনে এর প্রকাশ আগষ্ট ১৯৭৪

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ৪ ডিসেম্বর ২০১২


 

পিডিএফ

 

কোন কমরেড গ্রেফতার হলে

নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে

— ঐ কমরেডের পরিচালনাধীন ও তার সাথে সংশ্লিষ্টদের সতর্ক করা।

— ঐ কমরেডের বাসস্থান এবং সে যে সকল স্থান চেনে এমন সব স্থান থেকে দলিলপত্র, অস্ত্র ও অন্যান্য মুল্যবান ও নিরাপত্তার সাথে যুক্ত দ্রব্য অন্যত্র সরানো।

— তার পরিচিত স্থানে বসবাসকারী কমরেডগণ অন্যত্র সরে যাবেন।

— গ্রেফতারকৃতদের সম্পর্কে দ্রুত উচ্চস্তরে রিপোর্ট করা।

— প্রথমেই গ্রেফতার সম্পর্কে প্রচার না করা।

কোন কমরেড গ্রেফতার হলে কি কি করবেন

— তার সাথে কাগজপত্র, দলিলাদি ও অস্ত্রাদি নষ্ট করবেন।

— কোন প্রকারেই পার্টি বা সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত থাকা, প্রমাণ সম্ভব হবে না এরূপ অবস্থা থাকলে, অস্বীকার করা।

— সংগঠন, কমরেড সম্পর্কে বা অন্য কোন তথ্য প্রকাশ না করা।

— অবস্থার পরিপ্রেক্ষিতে পার্টি বা ঘটনার সাথে যুক্ত ইহা স্বীকার করলেও ভালভাবে অবস্থা পর্যালোচনা করে স্বীকার করা।

— নিয়মতান্ত্রিক ব্যবস্থার (কোর্ট, আইন, আদালত, ঘুষ) সুযোগ গ্রহণ করা।

— রাজসাক্ষী হওয়া, স্বীকারোক্তি করা, বন্ড দেওয়া থেকে বিরত থাকা। ■