সিরাজ সিকদার রচনাঃ কমরেড রফিকের বীরত্বপূর্ণ আত্মবলিদানে ক. সিরাজ সিকদারের শোকবাণী (সেপ্টেম্বর ১৯৭৪)

সিরাজ সিকদার রচনা

কমরেড রফিকের বীরত্বপূর্ণ আত্মবলিদানে ক. সিরাজ সিকদারের শোকবাণী

(সেপ্টেম্বর ১৯৭৪)

(স্ফুলিঙ্গ ১নং সংখ্যায় প্রকাশিত)

sikder

ক. রফিক পূর্ববাংলার সর্বহারা পার্টির বীর যোদ্ধা ছিলেন। গত বৎসর এবং এবারকার বর্ষাকালীন রণনৈতিক আক্রমণে তিনি বীরত্ব দেখিয়েছেন। পার্টি প্রদত্ত দায়িত্ব দ্বিধাহীনভাবে পালন করেছেন। দেশ, জাতি, জনগণ ও সর্বহারা শ্রেণীর মুক্তির স্বার্থে আত্মবলিদানে নির্ভীকভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে তিনি কখনো পিছপা হননি।
তার মত সম্ভাবনাময় গেরিলা কমান্ডারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।
ক. রফিক জনগণের সেবা করে বীরত্বব্যাঞ্জক মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু হিমালয় পর্বতের চেয়েও ভারী।
ক. রফিকের এবং অন্যান্য শহীদ কমরেডদের মহান দৃষ্টান্ত অনুসরণ করে দৃঢ়ভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে হবে, শত্রুকে পরাজিত ও ধ্বংস করতে হবে, দেশ, জাতি, জনগণ এবং সর্বহারাদের মুক্তি আনতে হবে।
এভাবে ক. রফিক ও অন্যান্য শহীদদের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে, তাদের আত্মত্যাগ সার্থক করে তুলতে হবে।