সিরাজ সিকদার রচনাঃ সামরিক সংগঠন সম্পর্কিত সার্কুলার (ফেব্রুয়ারি, ১৯৭৪)

সিরাজ সিকদার রচনা

সামরিক সংগঠন সম্পর্কিত সার্কুলার

(ফেব্রুয়ারি, ১৯৭৪)

 sikder

সিরাজ সিকদার


পূর্ববাংলার সর্বহারা পার্টি কর্তৃক রচনা ও প্রকাশ ফেব্রুয়ারি ১৯৭৪

কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ২৬ ডিসেম্বর ২০১৪


পিডিএফ

পূর্ব বাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনীকে সামরিক সংগঠনে সংগঠিত করতে হবে।

১। গেরিলাদের গেরিলা গ্রুপে সংগঠিত করতে হবে। গেরিলা গ্রুপে সদস্য সংখ্যা তিন অথবা পাঁচ অথবা সাত অথবা নয় জন।

এর মাঝে—

কমান্ডার                                             ১ জন

সহকারী কমান্ডার                                ১ জন

বাকীরা সদস্য।

২। তিনটি গেরিলা গ্রুপ নিয়ে একটি প্লাটুন গঠিত হবে। প্লাটুনের একটি কমান্ড স্টাফ থাকবে।

রাজনৈতিক কমিশার                           ১ জন।

কমান্ডার                                            ১ জন।

সহকারী কমান্ডার                               ১ জন।

কুরিয়ার                                             ৩ জন।

৩। তিনটি প্লাটুন ও একটি মেডিকেল গ্রুপ নিয়ে একটি কোম্পানী গড়ে তুলতে হবে।

কোম্পানী কমান্ড স্টাফ নিম্নরূপঃ

কোম্পানী রাজনৈতিক কমিশার         ১ জন।

কোম্পানী কমান্ডার                           ১ জন।

কোম্পানী সহকারী কমান্ডার              ১ জন।

কুরিয়ার                                            ৪ জন।

কোম্পানী পার্টি শাখা কমিটি গড়ে তোলা।

সম্পাদক                                          ১ জন।

সহ-সম্পাদক                                     ১ জন।

বাকীরা সদস্য।

কোম্পানী কমিশার পার্টি কমিটির সম্পাদক হতে পারে।

৪। প্লাটুন/কোম্পানী তিনটির অধিক একক নিয়ে গড়ে উঠতে পারে।

৫। গেরিলা গ্রুপ, প্লাটুন, কোম্পানীগুলোকে ট্রেইন ও সশস্ত্র করা। এদেরকে উন্নত, মাঝারী, পশ্চাদপদ এ তিন ভাগে ভাগ করা।

বর্ষাকাল শুরু হওয়ার পূর্বেই উপরোক্ত কাজ সম্পন্ন করা।

সর্বোচ্চ পরিচালক মণ্ডলী,

পূর্ববাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী।