সিরাজ সিকদার রচনাঃ আঞ্চলিক মাসিক রিপোর্ট


সিরাজ সিকদার

সিরাজ সিকদার

 


পূর্ববাংলার সর্বহারা পার্টি কর্তৃক রচনা প্রকাশ সম্ভবতঃ ১৯৭২

কমিউনিস্ট পার্টি মার্কসবাদীলেনিনবাদীমাওবাদী বাংলাদেশ কর্তৃক সর্বহারা পথ (www.sarbaharapath.com) এর অনলাইন প্রকাশনা ১১ আগস্ট ২০১৪


পিডিএফ

নিম্ন শিরোনামায় রিপোর্ট পাঠাতে হবেঃ

১। সাংগঠনিক

২। রাজনৈতিক

৩। সামরিক

৪। মতাদর্শগত

৫। অর্থনৈতিক

৬। প্রচার

৭। প্রাপ্ত দলিল, প্রকাশিত/প্রচারকৃত দলিলের বিবরণ, মতামত, প্রতিক্রিয়া, প্রস্তাব

৮। নিরাপত্তা

৯। সমস্যা, মতামত, প্রস্তাব, সমালোচনা, প্রয়োজন

১০। বিবিধ।

১। সাংগঠনিক

ভৌগোলিক অবস্থানভিত্তিক (ম্যাপসহ) সাংগঠনিক তৎপরতার রিপোর্টঃ

—গ্রাম, ইউনিয়ন থানা, এলাকা/উপ-এলাকা, উপ-অঞ্চল ভিত্তিক রিপোর্ট।

—সার্বক্ষণিক (আবেদনকৃত, পরীক্ষামূলক, স্থায়ী)।

—একক।

—সক্রিয়।

—সহানুভূতিশীল।

—শেল্টার ইত্যাদির পরিমাণ।

—অগ্রগতি/বিপর্যয়।

—পরিকল্পনা।

—সারসংকলন।

—অঞ্চল পরিচালকের সাথে অধীনস্ত আঞ্চলিক এককের বৈঠকের বিবরণ।

—উচ্চস্তরের সাথে সংযোগের বিবরণ।

—পূর্ববর্তী রিপোর্টের তুলনায় পরবর্তী রিপোর্টে বৃদ্ধি বা কমতির পরিমাণ।

২। রাজনৈতিক

—শত্রুর তৎপরতা।

—অন্যান্য সংগঠনের তৎপরতা।

—আমাদের তৎপরতা।

—জনগণের শ্রেণীভিত্তিক অবস্থা।

৩। সামরিক

—শত্রুর সামরিক কার্যক্রম।

—আমাদের সামরিক কাজ।

—সামরিক লক্ষ্য।

—অস্ত্রাদির অবস্থা।

—সারসংকলন, অপারেশন সিট ইত্যাদি।

৪। মতাদর্শগত

—কর্মীদের মতাদর্শগত অবস্থা।

—মানোন্নয়ন সমস্যার বিবরণ।

—সারসংকলন।

৫। অর্থনৈতিক

—অর্থনৈতিক অবস্থা ও হিসেব।

৬। প্রচার

—বিভিন্ন প্রচারমূলক তৎপরতার বিবরণ।

—সারসংকলন।

৭। নিরাপত্তা

—বাইরের এবং আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা, সমাধান ইত্যাদি; সারসংকলন।

কেন্দ্রীয় দপ্তর

পূর্ববাংলার সর্বহারা পার্টি